প্রবাস মেলা ডেস্ক: সামাজিক অ্যাকশনধর্মী সিনেমা ‘ইতিহাস’। ২০০২ সালে মুক্তি পেয়েছিল এটি। নির্মাণ করেছিলেন কাজী হায়াৎ। ‘ইতিহাস’ সিনেমায় একসঙ্গে পর্দায় এসেছিলেন কাজী মারুফ ও রত্না। মুক্তির পর তুমুল আলোচনার জন্ম দেয় এটি। ‘ইতিহাস’ দিয়ে রুপালি পর্দায় অভিষেক হয়েছিল মারুফের। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। নতুন খবর হলো, ‘ইতিহাস’ সিনেমার সিক্যুয়েল আসছে। নাম ‘ইতিহাস-২’। কাজী মারুফ ও রত্নাকে দিয়ে শুরু হবে সিনেমা। এটিও নির্মাণ করবেন কাজী হায়াৎ। বেশ কয়েক দিন ধরেই সিনেমাটি নির্মাণের গুঞ্জন শোনা যাচ্ছিল।
এবার তার সত্যতা পাওয়া গেছে। দেশীয় একটি সংবাদমাধ্যমকে কাজী হায়াৎ বলেন, ‘ইতিহাস-এর মতো সুপারহিট সিনেমার সিক্যুয়েল করতে যাচ্ছি, এটি ভেবে ভালো লাগছে।’
বরেণ্য এ নির্মাতা জানান, চলতি বছরই শুরু হবে কাজ। গল্প লেখা থেকে শুরু করে সব প্রস্তুতি চলছে। মারুফের প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে নির্মাণ হবে সিনেমাটি। সিনেমায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের গল্প থাকবে। তাই দুই দেশেই হবে শুটিং।
পরিচালনার পাশাপাশি ‘ইতিহাস’ সিনেমার কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন কাজী হায়াৎ নিজেই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন কাজী মারুফ, রত্না, মৌসুমী, কাজী হায়াৎ প্রমুখ। ২০০২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনটি শাখায় পুরস্কার ঘরে তুলেছিল সিনেমাটি।