শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: সুমনা সামন্ত মুখার্জী সাহিত্য সংস্কৃতির জগতে এক সুপরিচিত নাম। এপার বাংলা- ওপার বাংলা সবখানেই তাঁর সুখ্যাতির শেষ নেই।
২৬ মে, ২০২১, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়েছিল এক সুন্দর অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সুমনা সামন্ত মুখার্জীর অফিসিয়াল ফেসবুক পেজে থেকে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয়।অনুষ্ঠানের নাম ছিল ‘নজরুল স্মরণে’।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় আবৃত্তি শিল্পী আমন্ত্রিকা গঙ্গোপাধ্যায় রায় ও বিশিষ্ট কবি ও শিক্ষক সুমন্ত চৌধুরী কামিল্যা।
সত্যিই এই মনমাতানো অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য প্রশংসা খুব প্রাপ্য। সুমনা সামন্ত মুখার্জীর অবশ্যই প্রাপ্য।