প্রবাস মেলা ডেস্ক: ফ্রান্স প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ’র হাতে প্রবাস মেলা’র প্রিন্ট কপি। ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় অমর একুশে গ্রন্থমেলায় কাজী এনায়েত উল্লাহ সহ স্পেন এর বার্সেলোনা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মো: শফিক খান ও জিনাত শফিক এর হাতে পত্রিকার চীফ রিপোর্টার মো: মোস্তফা কামাল মিন্টু ও ইতালির রোম প্রতিনিধি আখি সীমা কাওসার প্রবাস মেলা’র চলতি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন।
কাজী এনায়েত উল্লাহ একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক। তিনি ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব, প্যারিস ভিত্তিক ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও) সভাপতি ও ফ্রান্স বাংলাদেশ ইকোনোমিক্স চেম্বার এর প্রেসিডেন্ট। ১৯৭৮ সাল থেকে তিনি ফ্রান্সে বসবাস করছেন।
বিশ্বব্যাপি প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরার জন্য তিনি প্রবাস মেলা’র কলাকুশীলদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এবারের বইমেলায় কাজী এনায়েত উল্লাহ’র লেখা ‘বিশ্বপ্রবাস’ বইটি প্রকাশিত হয়েছে। বইটিতে ব্যক্তি থেকে সমষ্টিতে উন্নীত হবার প্রেরণাদায়ক কথা ও কাহিনী, সংগঠক ও নেতার আত্মনির্মাণের প্রসঙ্গ বেশ গুরুত্ব পেয়েছে। দেশের ও প্রবাসের পাঠকরা বইটি পড়ে উপকৃত হবেন বলে তিনি জানান। গ্রন্থমেলার শব্দশৈলী প্রকাশনীর ৪০১-৪০৪ নং স্টলে ‘বিশ্বপ্রবাস’ বইটি পাওয়া যাচ্ছে।