প্রবাস মেলা ডেস্ক: ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশনের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ’র লেখা ‘বিশ্বপ্রবাস’ এর মোড়ক উন্মোচন হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি- অমর একুশে গ্রন্থমেলায় বইটির মোড়ক উন্মোচন করেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি কে এম খালিদ বলেন, ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ’র ‘বিশ্বপ্রবাস’ বইটি প্রবাসী বাংলাদেশির জীবন কাহিনী নিয়ে লেখা। আমি বইটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
কাজী এনায়েত উল্লাহ বলেন, আমি প্রায় চার দশক ধরে প্রবাস জীবন কাটাচ্ছি। দীর্ঘ এই পথচলায় পৃথিবীর বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। তাছাড়াও একাধিক প্রবাসী সংগঠনের সাথে সম্পৃক্ত থাকার কারণে নিজের দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি বইটি লিখেছি। আশা করছি দেশের এবং প্রবাসী পাঠকরা বইটি পড়ে উপকৃত হবে।
‘বিশ্বপ্রবাস’ বইটি একটি নির্দেশনামূলক বই। শুধু প্রবাসীদের জন্য নয়, সকল পাঠকরাই সাহস ও প্রেরণা খুজে পাবেন এতে। ব্যক্তি থেকে সমষ্টিতে উন্নীত হবার প্রেরণাদায়ক কথা ও কাহিনি, সংগঠক ও নেতার আত্মনির্মাণের প্রসঙ্গ বেশ গুরুত্ব পেয়েছে বইটিতে ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব আবু হেনা মোস্তফা কামাল, কবি ও সাহিত্যিক মাহমুদ হাফিজ, ইতিালি প্রবাসী আখি সীমা কাওসার, লন্ডন প্রবাসী নুরুল আমিন, গ্রীস প্রবাসী মোহাম্মদ রিপন ফকির, স্পেন প্রবাসী মো: শফিক খান, জিনাত শফিক সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
কাজী এনায়েত উল্লাহ একজন সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংগঠক। ইউরোপের ২৫টি দেশের প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)’র মহাসচিব ও ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশন (ডাব্লিউবিও) সভাপতি। তিনি ১৯৭৮ সাল থেকে ফ্রান্সে বসবাস করছেন।
উল্লেখ্য, বিশ্বপ্রবাশ বইটি অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যানের শব্দশৈলী প্রকাশনীর ৪০১-৪০৪ নং স্টলে পাওয়া যাচ্ছে।