প্রবাস মেলা ডেস্ক: ৩ জুলাই ২০১৮ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাসভেগাসের বিশ্ববিখ্যাত MGM Grand হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কর্তৃক আয়োজিত কনভেনশনে বাংলাদেশের এফবিসিসিআই এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ইন্টারন্যাশনাল ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশির জন্য এই ধরণের বিজয় সত্যিই গর্বের।
তার এই অসাধারণ অর্জনে বিশ্বব্যাপী প্রবাসীদের সংগঠন “কানেক্ট বাংলাদেশ” লায়ন্স কাজী আকরামউদ্দিন আহমেদের বিজয়ে অভিনন্দন ও শুভ কামনা জানিয়েছেন। কাজী আকরাম উদ্দিন আহমেদ আন্তর্জাতিক অঙ্গনে বলিষ্ঠ ও নিষ্ঠার সাথে এই ক্লাবের নেতৃত্ব দিয়ে দেশ ও জাতির ভাবমূর্তি ও সুনামকে এগিয়ে নিবেন বলে কানেক্ট বাংলাদেশ বিশ্বাস করে।