ডেস্ক রিপোর্ট: ইট-পাথরের এই ঢাকা শহরে কর্মব্যস্ত দিনের ক্লান্তি ঘোচাতে মানুষ বছরে একবার হলেও বনভোজন বা চড়ুইভাতির আনন্দ পেতে চান। শীতের আগমনী বার্তায় সাড়া দিয়ে বছরের শেষে এই আয়োজন শহরের কোলঘেঁষে এখানে-ওখানে চলতে থাকে।
কিন্তু এবছর করোনাকালে তা আর চোখে পড়ে না। তবে সলিউশন্স ১ অটোমেশন লিমিটেড এবং প্রবাস মেলা’র আয়োজনে ব্যতিক্রমী এক চড়ুইভাতি হয়ে গেলো প্রতিষ্ঠানের কার্যালয়ে। আয়োজনের প্রধান উদ্যোক্তা সলিউশন্স ১ অটোমেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ মুহম্মদ রাশেদ।
তার প্রস্তাবে সাড়া দিয়ে কার্য সম্পাদন করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো: শরীফুল ইসলাম। চড়ুইভাতির প্রধান আকর্ষণ ছিলো কলাপাতায় রাতের খাবার পরিবেশন। বেশ আনন্দঘন পরিবেশে ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার প্রতিষ্ঠানটির ঢাকার হাতিরপুলস্থ কার্যালয়ে এই আয়োজন সম্পন্ন হয়। এতে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্টাফ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।