প্রবাস মেলা ডেস্ক: সংগীতশিল্পী এবং একইসাথে সুরকার ও গীতিকার হিসাবে পরিচিত শায়ান চৌধুরী অর্ণব তার দীর্ঘদীনের বান্ধবী সুনিধি নায়েকের বিয়ের গুঞ্জন উঠেছে। শোনা যাচ্ছে তারা বুধবার বিয়ে করেছেন।
অর্ণবের স্ত্রী সুনিধিও একজন সঙ্গীতশিল্পী। ভারতের বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় সুনিধির সাথে পরিচয় হয়েছিল অর্ণবের।
অর্ণবের মামাতো বোন রফিয়াথ রশিদ মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখার্জি নববিবাহিত দম্পতিকে অভিনন্দন জানিয়ে বুধবার তার অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে অর্ণব-সুনিধির বিয়ের খবরটি শেয়ার করেন।
আসামে জন্ম নেওয়া সুনিধি নায়েক ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীতে স্নাতকোত্তর পড়ছেন। গান গাওয়ার পাশাপাশি তিনি একজন পেশাদার এসরাজ বাদক।
বিশ্বভারতীতে এক অনুষ্ঠানে সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়ে তাকে শুভকামনা জানিয়েছিলেন অর্ণব। সেই পরিচয় থেকেই তাদের সম্পর্ক গড়ালো বিয়েতে। একসাথে বেশ কয়েকটি গানও প্রকাশ করেছেন শায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।