সলিমুল্লাহ, রিয়াদ, সৌদিআরব:
ঘটনা ঘটায় যিনি
তিনি হোন ঘটিয়সী,
অঘটনে সিদ্ধ হস্ত
সেই তো অঘটন ঘটন পটিয়সী।
মহৎ কর্ম করেন যিনি
তিনি হন মহীয়সী,
মানকল্যাণে দরদ যে প্রাণের
সেইতো মানব দরদী।
যুদ্ধ যারা করেন শুধু
তারাই তো যুদ্ধ বাজ,
শান্তির বারতা শুনাবে কারা
বড়ই অভাব তাদের আজ।
ধর্ম কর্ম করেন যারা
তারাই তো ধার্মিক,
আর সং সেঁজে বসে আছে
অজস্র বকধার্মিক।
দায়িত্বের প্রতি যত্নবান
তারাই তো দায়িত্বশীল,
অবহেলি যদি দায়িত্বের প্রতি
তবে সেটা হয় দায়িত্বহীন।
জ্ঞান অন্মেশন করেন যারা
তারা হন জ্ঞানী,
জ্ঞানী হয়ে যারা কর্মে পাপী
তারা হন জ্ঞানপাপী।
চোর করে চৌর্য গিরি
হীন তব কর্ম সবাই তা জানি,
সাঁধু বেসে যারা করে ঐ কর্ম
এ কথা ভাবতেই লাজেতে মরি।
পেশা নিয়ে যারা করেন কাজ
তারাই হন পেশাজীবি,
কজনই আছেন সঠিক পেশায়
অপেশাদার আজ ভূড়ি ভূড়ি।
হাজারো কাজে হাজারো মানুষ
করছে তাদের রুজি রোজগারী,
যার যার কাজে ব্যস্ত সবাই
ন্যায় অন্যায় ভাবছে ক’জনি।
ধর্ম তত্ব আর নৈতিকতায়
বিকশিত যেসব মানব আত্বায়,
সফল তারা আজ নিজ সত্বায়
তারাই জগতের কল্যাণকামী।