শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: আমেনা আক্তার রেনু দুই যুগ পূর্বে কুয়েত আসেন জীবন জীবিকার তাগিয়ে। কুয়েতের স্বনামধন্য অামেরিকান ফুড কোম্পানিতে কাষ্টমার সার্ভিস হিসেবে যোগ দেন ।সেখান থেকে এখন সুপারভাইজার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। একমাএ বাংলাদেশি মুসলিম বাঙালি নারী হিসেবে অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন এ কেম্পানিতে তিনি।সুনামের স্বাক্ষর হিসেবে কোম্পানির পক্ষ হতে সিনিয়র অফিসারদের হাত থেকে ষ্টার অফ দ্যা মানথ (star of the month) এ্যাওয়ার্ড গ্রহণ করেন আমেনা।
২০০৮ ও ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০১৮ এ্যাওয়ার্ড ও নগদ অর্থ পেলেন তিনি। এ নিয়ে দুইবার তিনি এই এ্যাওয়ার্ড পেলেন। এ খুশীতে কুয়েত কমিউনিটির অনেকেই আমেনাকে অভিনন্দন জানিয়েছেন। কুয়েত প্রবাসী স্বামী একে এম আরিফ ও এক ছেলে এক মেয়েকে নিয়ে কুয়েতেই বসবাস করেন আমেনা।পরিশ্রম ও যোগ্যতা থাকলে একজন নারীও কর্মস্থলে সুনাম কুড়াতে পারেন আমেনা তারই উদাহরণ। আর সুনামের স্বীকৃতি পাওয়া আনন্দেরও বৈকি, তার অনুভূতি জানাতে গিয়ে আমেনা বলেন বিদেশ বা প্রবাসে ভিন্ন দেশ ভিন্ন মানুষের মাঝে কম্পিটিসন করে টিকে থাকা অনেক কঠিন আর আমরা যে কাজেই কর্মরত থাকিনা কেন তার প্রতি মনোযোগী ও সম্মান থাকা চাই তবেই সৌভাগ্য ও সম্মান জয় করা সম্ভব, তাই আমাদের সকল দেশের মানুষের সাথে টিকে থাকতে হলে এর বিকল্প নেই।
ঢাকার ক্যান্টনমেন্টের কাফরুলে বড় হয়ে ওঠা আমেনা এম এ আউয়ালের পাঁচ ছেলে মেয়ের মধ্যে ছোট। এগিয়ে যাক বাংলাদেশ এগিয়ে থাকুক প্রবাসী বাংলাদেশিরা। আমেনা সবার কাছে দোয়া চেয়েছেন, আরো এগিয়ে যেতে চান তিনি।