ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আাক্রান্তের রুগী গত ২৪ ঘন্টায় শনাক্ত হয়েছে ৪২৯ জন, মোট আক্রান্তের সংখ্যা ৪৪৬২। সুস্থ হয়েছেন ৪১ জন, মোট সুস্থের সংখ্যা ৭৬১ জন, মৃত্যু হয়েছে ৭ জনের, মোট মৃত্যুর সংখ্যা ৫৯ জন। দেশটির বাংলাদেশ জেদ্দা কনসুলেটের দেওয়া হিসাব অনুযায়ী ১০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন যা দেশটির মোট মৃত্যুর প্রায় ২০ শতাংশ। এ দিকে দেশটিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা গত কাল থেকে আজ ৪৭ জন বৃদ্ধি পেয়েছে। দেশটির এক নিউজ পোর্টালের সমীক্ষা দেখা গিয়েছে আক্রান্তের সংখ্যা দেশটিতে স্থানীয় নাগরিকদের চেয়ে অভিবাসী নাগরিকদের সংখ্যা ৭০ থেকে ৮০ শতাংশ । এর কারণ হিসেবে বিশিষ্টজনেরা দেখছেন অসচেতনতা।
এ দিকে সম্প্রতি বি বি সি বাংলার এক প্রতিবেদনে জানিয়েছে সিংগাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা সবচেয়ে বেশি। এর পেছনে কারণ হিসেবে বলেছে সামাজিক দুরত্বের নির্দেশনা না মেনে বাংলাদেশিদের স্বভাবগত দলবদ্ধভাবে চলাচল, আড্ডাবাজী, একসাথে থাকতে চাওয়া এবং নিজেদেরকে ভাইরাসে ধরতে পারবেনা এমন মনে করা। সৌদি আরব প্রবাসী বাংলাদেশির এখন থেকে চলাফেরায় নিজেকে ভাইরাসের উর্ধে মনে করে থাকে কেউ, দয়া করে এখন থেকে সতর্ক হওয়া একান্ত জরুরী বলে মনে করি।
দেশটিতে করোনার সংক্রমণের বিস্তার ঠেকাতে প্রায় ১ মাস যাবৎ দেশটির সরকারি আধা-সরকারি ও বেসরকারি অফিস আদালত, স্কুল কলেজ, বিশ্ব বিদ্যালয় সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। দেশটির বেশীরভাগ শহরে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ বলবৎ রয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে যে ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন তার বেশিরভাগই ইরানে। তবে দেশটির বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগও রয়েছে। শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশগুলোর একটি ইরান। দেশটির স্বাস্থ্যমন্ত্রীসহ স্পিকার, ভাইস প্রেসিডেন্ট, ধর্মীয় নেতা ও আইনপ্রণেতা ছাড়াও অনেক হাই প্রোফাইল নেতা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ডিসেম্বরের শেষ দিকে উহানে আবির্ভূত করোনা ভাইরাস চীন, ইরানের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ত্রাস হিসেবে আবির্ভূত হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হওয়া এ ভাইরাস এখন ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এবং উত্তর থেকে দক্ষিণ প্রান্তে ছড়িয়ে পড়েছে তথা গোটা বিশ্বে প্রতিমুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে গোটা বিশ্বে এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছুঁই ছুই ।ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৮৭ হাজার ৭৭৬ জনে। মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৬৯১ জনে।