ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১২৮৯জন, মোট আক্রান্তের সংখ্যা ১৮৮১১ মোট সুস্থের সংখ্যা ২৫৩১জন। মৃত্যু হয়েছে ৬ জনের মোট মৃত্যুর সংখ্যা ১৪৪ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে আর ও জানা যায়, গত ২৪ ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যার ৮৪ শতাংশ দেশটিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসী নাগরিক আর বাকী ১৬ শতাংশ সৌদি নাগরিক। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশী আক্রান্তের সংখ্যা দেশটির অন্যতম ব্যস্ততম বন্দর নগরী জেদ্দায়- ২৯৪ জন। ২য় অবস্থানে আছে বিশ্ব মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থান মক্কা মুকাররমায়। এ দিকে সৌদি আরবে গত ২৬ এপ্রিল থেকে ১৩/০৫/২০২০ইং পর্যন্ত পবিত্র মক্কা নগরী ও ২৪ ঘন্টার কোয়ারিন্টিন করা এলাকা সমুহ ছাড়া সৌদি আরবে সব অঞ্চলে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করা হয়েছে। তবে ৫ জনের বেশি একত্র হওয়া যাবে না।
পূর্বের কারফিউ আওতামুক্ত বিভিন্ন সেক্টরসহ আরো কিছু আর্থিক ও বানিজ্যিক সেক্টরের কার্যক্রম আগামী ৬ রমজান (২৯ এপ্রিল, ২০২০) রোজ বুধবার হতে ২০ রমজান (১৩ মে, ২০২০) রোজ বুধবার পর্যন্ত সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চালাতে পারবে।
যে সকল সেক্টর চালু হবেঃ (১) পাইকারী ও খুচরা বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান (২) বিভিন্ন শপিং মল। তবে এসময় অবশ্যই সামাজিক দুরত্ব নিশ্চিত করতে হবে। যে সমস্ত সেক্টরে সামাজিক দুরত্ব বজায় রাখা যায়না যেমন সেলুন, বিউটি পারলার, ফিটনেস সেন্টার, বিনোদন কেন্দ্র, সিনেমা, সামজিক অনুষ্ঠান ও গণজামায়েত ইত্যাদি আগের মত বন্ধ থাকবে।
বিশ্বব্যাপী এ মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। তবে চীন ব্যতীত যে দেশগুলোয় সংক্রমণের বিস্তার ব্যাপকভাবে ছড়িয়েছিল, সেসব দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কিন্তু এখনও কিছু কিছু দেশে মহামারি প্রকট হয়ে উঠছে।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সর্বশেষ তথ্য প্রতিমুহূর্তে হালানাগাদ করছে ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো। তাদের তথ্যমতে, এ পর্যন্ত পুরো বিশ্বে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৬ হাজার ৮০৩ জনের। আর আক্রান্ত ২৯ লাখ ৮২ হাজার প্রায়।