ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতি নিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ১১৪৭জন, মোট আক্রান্তের সংখ্যা ১১৬৩১, সুস্থ হয়েছেন ১৫০জন, মোট সুস্থের সংখ্যা ১৬৪০ জন। মৃত্যু হয়েছে ৬ জনের মোট মৃত্যুর সংখ্যা ১০৯ জন। সূত্র : সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে সব অঞ্চলে ২৪ ঘন্টার কারফিউ বলবৎ ছিলনা সেখানে সকাল নয়টা হতে বিকেল ৫ টা পর্যন্ত চলাফেরা করা যাবে। যেটা আগে ছিল দিনের ৩টা হতে পরদিন সকাল ৭টা পর্যন্ত।
যে সমস্ত শহর ও অঞ্চলে ২৪ ঘন্টা কারফিউ চলমান আছে সেখানে জরুরী চিকিৎসা সেবা, জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরী ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট আবাসিক এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সকাল নয়টা হতে বিকেল পাঁচ টার মধ্যে বের হওয়া যাবে। শুধু জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভেতরে অবস্থিত গ্রোসারী/ বাক্কালাতে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসার জন্য বের হতে পারবেন। দোকানে কেনাকাটার পর ভাউচার রাখবেন, পুলিশ ধরলে যাতে দেখাতে পারেন। জরুরী চিকিৎসার প্রয়োজন হলে ৯৯৭ এ কল করতে হবে। ইতিপূর্বে বড় বড় শহরের মধ্যে যে সকল নির্দিষ্ট এলাকাগুলো সম্পূর্নরুপে কোয়ারিন্টিন / লকডাউন করা হয়েছিল সেখানে আগের মতোই ২৪ ঘন্টা কোনক্রমেই ঘর থেকে বের হওয়া যাবে না।
চীনের উহান থেকে শনাক্ত হওয়া এ ভাইরাস এখন বিশ্বজুড়ে তান্ডব চালাচ্ছে। পুরো দুনিয়ার মানুষ আজ মৃত্যুর ভয়ে তটস্থ। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওয়াল্ডমিটারের তথ্যানুসারে বিশ্বাব্যাপী আক্রান্ত হয়েছে ২৪ লক্ষ ৯৪ হাজার ৯১৫ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭১ হাজার ২৪৯ জন।