সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: পর্যটন জেলা কক্সবাজারে করোনা রোধে কাজ করছে বেসরকারি সংস্থা আইসিসিও, একলাব ও রেডিও নাফ।জামার্ন কো-অপারেশন এবং জিআইজেড এর আর্থিক সহায়তায় এবং ইকো কো-অপারেশনর এর সহযোগিতায় একলাব এবং রেডিও নাফ স্থানীয় কমিউনিটির সাথে যুক্ত হয়ে করোনার ঝুঁকি রোধে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এ লক্ষ্যে করোনার ঝুঁকি কমানো নামক প্রকল্প কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলায় কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পের আওতায় রেডিও অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এ দুটি উপজেলার মানুষকে করোনার ঝুঁকি কমাতে সহায়তা করা হচ্ছে। প্রকল্পের মূল উদ্দেশ্য টেকনাফ ও উখিয়া উপজেলা এর বাসিন্দাদের করোনার ঝুঁকিমুক্ত রাখা। এ প্রজেক্ট এর অভ্যান্তরে বেশ কিছু কাজ করা হয়েছে আপনাদের জানার নিমিত্তে আমাদের এই প্রতিবেদনে তা ফুটিয়ে তোলার চেষ্টা করবো।
একসাথে অসংখ্য মানুষকে সতর্ক করতে প্রচার করা হচ্ছে সচেতনতামূলক রেডিও প্রোগ্রাম। রেডিও নাফ হচ্ছে একমাত্র বহুল প্রচারিত রেডিও যা টেকনাফ ও উখিয়ার মানুষরা শুনতে পান। বিভিন্ন ধরণের অনুষ্ঠান যেমন রেডিও ম্যাগাজিন, জনসেবার ঘোষণা, বিশেষ বুলেটিন প্রচার করা হচ্ছে আলোচিত প্রজেক্ট আওতায়। রেডিও প্রোগ্রামগুলোর উদ্দেশ্য এর শ্রোতাদের করোনা ঝুঁকি হ্রাসে সহায়তা করা। যা প্রায় ১০ লক্ষ মানুষ (রোহিঙ্গা সহ) শুনতে পায়।
প্রকল্পের আওতায় পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানার ব্যবহারের মাধ্যমে টেকনাফ ও উখিয়া উপজেলার জনগণকে করোনার ঝুঁকি সর্ম্পকে সচেতন করা হচ্ছে। এভাবে প্রচার-প্রচারণা চালিয়ে করোনাকালীন সময়ে নিজেদেও কিভাবে যত্ন নিতে হবে, আক্রান্ত হলে করণীয় কি, করোনা হলে কি করতে হবে, সমাজের প্রতি করণীয় কি ইত্যাদি বিষয় তুলে ধরা হচ্ছে।