নিরব আহমেদ রুমন, এথেন্স, গ্রীস থেকে: করোনায় দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিস আবারো লকডাউনের ঘোষণা দিয়েছেন। থেকে ০৩ নভেম্বর ২০২০, মঙ্গলবার গ্রীসে এক মাসব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে।মিতসোটাকিস COVID-19 এর বিস্তার নিয়ন্ত্রণে আনতে এই একমাসের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন।
করোনা বিপর্যয় এড়াতে প্রধানমন্ত্রীর দেওয়া সেই নির্দেশনাবলী নিম্নরুপ:
বাড়ির ভিতরে এবং বাইরে সর্বত্র মাস্ক ব্যবহার করতে হবে।
প্রতিদিন মধ্যরাত থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।
বিশ্ববিদ্যালয়গুলিতে সম্পূর্ণ নিরাপদ দূরত্ব রেখা বজায় রাখতে হবে।
গ্রীসে যেকোন ধরনের সমাবেশ,মিটিং-মিছিল বন্ধ।
উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে, হোম ডেলিভারি ব্যতীত সমস্ত ডাইনিং কার্যক্রম স্থগিত থাকবে।
মিতসোটাকিস বলেছেন বিনোদন, সংস্কৃতি এবং খেলাধুলার জায়গাগুলি, বার, ক্যাফে, সিনেমাঘর, যাদুঘর এবং থিয়েটারগুলির পাশাপাশি ইনডোর জিমের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। প্রদেশের বাইরে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। মিতসোটাকিস যোগ করেছেন, করোনার প্রথম পর্বের লকডাউনের মত এবারে বাইরে বের হতে হলে কোন বার্তা প্রেরণের প্রয়োজন থাকছে না। নিয়ম মেনে বাইরে চলাফেরা করা যাবে। খুচরা দোকানপাট খোলা থাকবে এবং স্কুলসমূহ সাধারণভাবেই নিয়ম মেনে সতর্কতার সহিত পরিচালিত হবে।