১. সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী সবচেয়ে আলোচনার বিষয় হলো করোনা ভাইরাস। গত প্রায় এক বছরের বেশি সময় ধরে এটি অনেক আতঙ্কের জন্ম দিয়েছে। এই ভাইরাসের প্রকোপ থেকে কোন দেশই বাদ যায় নি। ঘাতক এ ভাইরাসের সংক্রমণে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে প্রায় ৯.৫ মিলিয়ন মানুষ। মৃত্যু হয়েছে প্রায় ২.০২ মিলিয়ন মানুষের। বাংলাদেশে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৭ হাজারের উপরে। বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের প্রাণপ্রিয় প্রবাসী বাংলাদেশিরাও আক্রান্ত হয়েছেন এবং অনেকেরই মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী বাংলাদেশি ও তাঁদের স্বজনদের কাছ থেকে জানা গেছে মোট ১৯ দেশে অন্তত ১ হাজার ২০০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আমরা মৃত প্রবাসীদের আত্মার শান্তি কামনা করি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। দেশে-বিদেশে যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার রোগমুক্তি কামনা করছি। উল্লেখ্য, এই ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পেতে স্ব-স্ব দেশের সরকার ও বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা।
২. অন্যদিকে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়েছেন লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি। অনেকেই বেকার হয়ে দেশে ফিরে এসে মানবেতর জীবনযাপন করছেন। রেমিটেন্সযোদ্ধা এই প্রবাসীরা দেশকে অনেক দিয়েছেন। এখন দেশেরও উচিত তাদের দূর্দিনে পাশে দাঁড়ানো। আমরা দেশে-বিদেশে অবস্থানরত বেকার প্রবাসীদের পুনর্বাসনের জন্য সরকার এবং দূতাবাসের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
৩. করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ইতিমধ্যে বিশে^র বিভিন্ন দেশ টিকা আবিষ্কার করেছে। পরীক্ষামূলক ট্রায়াল শেষে অনেক দেশই করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। এরমধ্যে সবচেয়ে আলোচিত ভ্যাকসিনের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, চীনের সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের মডার্না, অস্ট্রেলিয়ার মারডক চিলড্রেনস রিসার্চ ইন্সটিটিউট, বাংলাদেশের গ্লোব বায়োটেকের ‘বঙ্গভ্যাক’। বাংলাদেশ সরকারও জনগণকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য ভ্যাকসিন ক্রয়ের পদক্ষেপ হাতে নিয়েছে। সুষম বণ্টনের মাধ্যমে বাংলাদেশের সব নাগরিক যেন করোনা ভ্যাকসিনের আওতায় আসে সে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি।
৪. প্রবাসীদের প্রিয় পত্রিকা প্রবাস মেলা হাঁটি-হাঁটি পা-পা করে ৭ম বর্ষে পদার্পণ করেছে। এর পথচলায় আমরা দেশ-বিদেশে অবস্থানরত সকল পাঠক-লেখক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা পেয়েছি। তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো।
সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।