রনি মোহাম্মদ, লিসবন,পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালে ক্রমেই হু হু করে বাড়ছে (কোভিড -১৯) করোনা ভাইরাসের মৃত্যু এবং আক্রান্ত রোগীর সংখ্যা। মহামারী করোনাভাইরাসে পর্তুগালে রবিবারে মৃতের সংখ্যা একদিনেরও কম সময়ে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪ তে দাঁড়িয়েছে।
করোনা ভাইরাসের প্রভাব বিস্তার ঠেকাতে ২০ মার্চ ২০২০, শুক্রবার থেকে জারি হওয়া জরুরি অবস্থা ঘোষণার পর রবিবার পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে ২৫% বেড়ে রোগের সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬০০ জন যা অতীতের চেয়ে একদিনে রেকর্ডকৃত ৩২০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে ৪১ জনকে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) তে রাখা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফিরার তালিকায় রয়েছে ৫ জন। সেই সাথে ১১৫২ জন সন্দেহভাজনের রক্তের কনিকা এখনো পরীক্ষাধীন রয়েছে যা যেকোন মুহূর্তে প্রকাশ করা হতে পারে তাদের ব্যপারে। তবে এই মুহূর্তে সারা দেশে ৯৮৪৫ জনকে কোয়ারেন্টাইন পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায় পর্তুগালের স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজিএস)। উল্লেখ্য দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের (ডিজিএস) তথ্য অনুযায়ী, লিসবন ও ভেল ডো তেজোতে ৫৩৪ জন, উত্তরাঞ্চলে ৮২৫ জন, সেন্ট্রাল জোনে ৩১ জন, আলগার্ভে ৩৫ জন, মাদেইরাতে ৭ জন, আলেতেজোতে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছেন।