ক.ম জামাল উদ্দীন, সৌদিআরব প্রতিনিধি: প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারণে সৌদি আরবের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৯ মার্চ ২০২০ থেকে অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধঘোষণা করেছেন দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ৯ মার্চ ২০২০ দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের বরাত দিয়ে নোটিশটি সৌদি আরবের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক আরব নিউজ ও সৌদি গেজেট এ প্রকাশিত হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১ লাখ ৬ হাজার ১৯৫ জন আক্রান্ত হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ জনে। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত ৬০ হাজার ১৯০ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বিশ্বব্যাপী ১০৩টি দেশ ও অঞ্চলে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।
শুধু চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৬৯৬ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৭ জনের। চীনের পর করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ হাজার ১৩৪ এবং মৃত্যু হয়েছে ৫০ জনের।