প্রবাস মেলা ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি অভিনেত্রী ববিতা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। ৩ মার্চ ২০২১, বুধবার সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত বক্ষব্যাধি হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন তিনি।
ববিতা নিজেই টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশ করেছেন টিকা নেওয়ার পর তার হাস্যোজ্জ্বল ছবিও।
টিকা নেওয়ার পর সুস্থ ও স্বাভাবিক আছেন বলে জানিয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী। ববিতা বলেন, ‘টিকার ১ম ডোজ নিয়ে সুস্থ ও স্বাভাবিক আছি। আমি মনে করি টিকা নেওয়া আমাদের নাগরিক দায়িত্ব।’
এসময় তিনি দেশের নাগরিকদের জন্য বিনা মূল্যে টিকা নিশ্চিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।