রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: করোনাভাইরাস কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব জনিত সংকট মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। দেশব্যাপী ১,৫৫,০০০টি অসহায়, দুস্থ আনসার ভিডিপি সদস্য/সদস্যা পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় আনসার ও ভিডিপি, চট্টগ্রাম রেঞ্জের অধীনে, জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি, খাগড়াছড়ি জোনের নির্দেশনায় মাটিরাঙ্গা উপজেলায় প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড হতে বাছাইপূর্বক ৩০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এভাবে বাংলাদেশের অন্যান্য উপজেলাতেও তাদের উক্ত কার্যক্রম চলবে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজীবুল আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা প্রশিক্ষক রুবেল দে, উপজেলা প্রশিক্ষিকা রহিমা আক্তার,ইউনিয়ন ও ওয়ার্ডের এর নেতা -নেত্রীবৃন্দ।