ক. ম. জামাল উদ্দীন, জেদ্দা, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে । দু’জনই ৭ এপ্রিল ২০২০ দেশটির অন্যতম পবিত্র নগরী মদিনা শরীফে ইন্তেকাল করেন। যা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার শ্রম কাউন্সেলর আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।
তাদের নাম ঠিকানা নিম্ম রূপ :
(১) মোহাম্মদ রহিম উল্লাহ, পিতা: ফয়েজ উল্লাহ, গ্রাম: পলি গ্রাম পোঃ: ইজ্জতনগর, উপজেলা: বাশখালী, জেলা: চট্টগ্রাম। (২) খোকা মিয়া, পিতা: সিরাজ উদ্দিন, মা: রহিমা বেগম, গ্রাম : বোরোগ্রাম, পো. সাতপাড়া, উপজেলা: শিবপুর, জেলা: নরসিংদী।
ইহা ছাড়াও আর ও ৫ জন প্রবাসী বাংলাদেশি প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে ইন্তেকাল করেন। যা জেদ্দা কনস্যুলেট নথিভুক্তিকরণ সম্পন্ন করেছেন বলে কনস্যুলেট সূত্রে জানা যায়। সৌদি আরবে প্রাণঘাতী করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫৫ জন, মোট আক্রান্তের সংখ্যা ৩২৮৭, সুস্থ হয়েছেন ৩৫ জন মোট সুস্থের সংখ্যা ৬৬৬ জন, মৃত্যু হয়েছে ৩ জনের মোট মৃত্যুর সংখ্যা ৪৪ জন।
এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৯৩ হাজার ৫১৫ । বিশ্বের ১ লাখ এর বেশি মানষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৫৫ হাজার ২৬২ জন।