হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: করোনা ভাইরাসের ভয়াবহ থাবায় দুর্বিসহ দিন কাটাচ্ছে গোটা আমেরিকা। ইতিমধ্যেই পুরো আমেরিকাকে লকডাউন করা হয়েছে। তারপরও থামানো যাচ্ছে না এই ভাইরাসের ভয়ংকর থাবা। আমেরিকাতে সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। চারিদিকে লাশের গন্ধ এবং রোগীবাহি গাড়িগুলোর সাইরেনের আওয়াজের মধ্যে নিউইয়রকাররা দিনাতিপাত করছে। ট্রাকে ট্রাকে লাশ সারি সারি করে গণকবর দেওয়া হচ্ছে। আমেরিকার মত দেশে এ অবস্থা চিন্তাই করা যায় না। নিউইয়র্কে করোনা আক্রান্ত এবং মৃত্যুর মিছিল থেকে বাংলাদেশিরাও বাদ পড়েছন না। প্রতিনিয়তই আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। ১৪ এপ্রিল, ২০২০ আরও ৭জন বাংলাদেশি মারা যান। তারা হলেনঃ

১) বুলবুল আহমেদ, গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।
২) রওশন আরা ফেরদৌস, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

৩) বীনা মজুমদার, বিটিভি ও রেডিও ‘র লোক সঙ্গীত শিল্পী ছিলেন।
৪) ডাক্তার মামুন আলী, মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন।
৫) রবাইতুননেসা, গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলায়।

৬) ওয়াজি উল্লাহ খোকন, গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জ, নোায়াখালি জেলায়।
৭) এম রহমান মুক্তা, গ্রামের বাড়ি নবাবগঞ্জ, ঢাকা জেলায়।
ওনাদের সকলের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নিউইয়কবাসী ।