প্রবাস মেলা ডেস্ক: বলিউডের খান পরিবার থেকে আমিরই প্রথম করোনা ভাইরাস আক্রান্ত হলেন। ৫৬ বয়সী এ অভিনেতার স্বাস্থ্য নিয়ে তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করছে। করোনা ভাইরাসে আক্রান্ত বলিউড পারফেকশনিস্ট আমির খান। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
বিষয়টি নিশ্চিত করে আমিরের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, আমির খান করোনায় আক্রান্ত। উনি এখন নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। সব রকম নিয়ম মেনে চলছেন এবং উনি ভালো আছেন। সম্প্রতি যারা আমির খানের সংস্পর্শে এসেছেন, তাদের সকলের উচিত কোয়ারেন্টিনে থাকা ও করোনা পরীক্ষা করা।’
সম্প্রতি অভিনেতা কার্তিক আরিয়ান, সঞ্জয় লীলা বানসালি, রণবীর কাপুর, বরুণ ধাওয়ানও করোনায় আক্রান্ত হয়েছেন। বলিউডের খান পরিবার থেকে আমিরই প্রথম করোনাভাইরাস আক্রান্ত হলেন। ৫৬ বয়সী এ অভিনেতার স্বাস্থ্য নিয়ে তার ভক্তরা উদ্বেগ প্রকাশ করছে।
আমির খান ব্যস্ত ছিলেন তার নতুন সিনেমা লাল সিং চাড্ডার পোস্ট প্রোডাকশনের কাজে। সিনেমার কাজে আরও মনোযোগ দেয়ার জন্য তিনি ১৬ মার্চ নিজের জন্মদিনের পরদিন থেকেই সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে নিজেকে সরিয়ে নেন।
সম্প্রতি প্রকাশ পেয়েছে ‘হার ফান মওলা’ নামের একটি গান। যেখানে তাকে দেখা গেছে নতুন অবতারে।
তিনি এ মাধ্যমগুলোতে শেষবারের মতো পোস্ট করে জানান, তার সম্পর্কে ও তার সিনেমা সম্পর্কে খবর জানানো হবে আমিরের প্রযোজনা প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে।