রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: বিশ্বে মহামারি আকার ধারণ করা করোনা ভাইরাস নিয়ে সবাই যখন ভীতিকর নির্জনতায় সময় পার করছেন ঠিক তখনই মানবিক সংগঠন ‘স্বপ্নবাজ’ পরিবারের পরিচালক এ.এইচ.এম নিজাম চৌধুরী ও সংগঠনের সদস্যরা মিনি সাউন্ড বক্স এবং হাতে মাইক্রোফোন নিয়ে ছুটছেন আনোয়ারা উপজেলার বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে।
করোনা ভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে কি কি করণীয় সেই বার্তা ছড়িয়ে দিচ্ছেন গ্রামের সাধারণ জনগণের কাছে। প্রতিটা দোকানে দোকানে গিয়ে সব ধরণের খাবার ঢেকে রাখার নির্দেশও দেন স্বপ্নবাজ সদস্যরা।
এছাড়াও জোরালোভাবে নজরদারিতে রাখার তাগিদ দিয়েছেন বিদেশ ফেরত লোকদের। বলা হয়েছে বিদেশ ফেরত কোন লোক যদি নির্ধারিত সময় হোম কোয়ারান্টাইন-এ না থেকে জনসম্মুখে এলাকায় ঘুরে বেড়ায় তাহলে দ্রুত সেই তথ্য প্রশাসন বা স্বপ্নবাজ টিমকে জানাতে।
এছাড়াও আরো বলা হয়েছে প্রতিটা দোকানে দোকানে যেন ব্যবসায়ীরা হাত ধোয়ার পানি এবং সাবান রাখেন। এতে করে আগত কাস্টমাররা খাবার গ্রহণের পূর্বে ভালোভাবে হাত ধুয়ে তারপর খাবার গ্রহণ করতে পারবেন।
সংগঠনের পরিচালক নিজাম চৌধুরী জানান শহরে বাস করা জনগণ প্রায় সবাই সচেতন।কিন্তু গ্রাম্য লোকজন এই মহামারি ভাইরাস সম্পর্কে তেমন অবগত নন। যার কারণে গ্রামে গ্রামে আমাদের এই কর্মসূচী। আমাদের একমাত্র লক্ষ ও উদ্দেশ্য হলো আনোয়ারা উপজেলাকে মহামারি ভাইরাস করোনা থেকে মুক্ত রাখা।
এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এনামুল হক সানি, আর.জে রাশেদ, মনিরুল ইসলাম, মুহাম্মদ রিয়াদ, ইমতিয়াজ আরাফাত, আশিকুর রহমান, ইরহান, নঈম উদ্দিন, শহিদুল ইসলাম, মুহাম্মদ আমির, মুহাম্মদ আরাফাত প্রমুখ।