আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধিঃ চীনের উহান থেকে শুরু হওয়া মরণব্যাধি করোনা ভাইরাস কোভিড-১৯ থামছেনা। তার দৌরাত্ম্য কয়েক লাখ মানুষকে ওপারে পাঠিয়ে দিয়েছেন, হতাশ স্বাস্থ্য বিজ্ঞানীরা। দিনকে দিন পাল্টাচ্ছে তার ধরন, ধরা পড়ছে তার ভয়ঙ্কর রূপ, নানানভাবে। নানান রকম ভাবে আক্রান্ত হচ্ছে মানুষ। শোনা যাচ্ছে লন্ডনে দ্বিতীয় ধাপে করোনাভাইরাস আরো ভয়ঙ্কর রূপে ধরা পড়েছে মানুষের শরীরে । উহান থেকে শুরু হওয়া করোনা ভাইরাস থেকেও এই ভাইরাস আরো বেশি শক্তিশালী ভয়ংকর। তাই লন্ডনসহ ইউরোপের দেশগুলোতে সতর্ক অবস্থা জারি করেছে, সেসব দেশের সরকার। বন্ধ করে দেয়া হয়েছে বিমান চলাচল। কঠোর অবস্থানে ইতালিসহ ইউরোপের দেশগুলো। ইতালিতে ২৪ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত কারফিউ জারি করেছে ইতালির সরকার। কঠোর হস্তে দমন করা হচ্ছে জনগণের চলাচল। মানুষের নিরাপত্তা দিতে পুলিশের পাশাপাশি ৭০ হাজার আর্মি নেমেছে রাস্তায়। সামনে বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট, পরবর্তী নিদের্শ আসা পর্যন্ত এই কঠোর নিয়ম থাকবে বলে জানিয়েছেন ইতালির স্বাস্থ্য বিভাগ।

করোনা আবারো তার রুপ পাল্টেছে এবং ভয়ঙ্কর ৭টি নুতন লক্ষণ প্রকাশ পেয়েছে। নতুন ধরনের করোনাভাইরাসের আতঙ্কে স্থবির লন্ডন সহ পুরো ইউরোপ। ২০ ডিসেম্বর একটি জরুরী বার্তা জারির পর ইউরোপের সমস্ত ফ্লাইট বাতিলের পাশাপাশি সীমানা বন্ধ করছে অনেক দেশ। অতি দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম নতুন এই করোনার অস্তিত্ব ধরা পড়েছে লন্ডন, ইতালি,অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাসহ বেশ কয়েকটি দেশে। এরইমধ্যে লন্ডনে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হয়েছে। ইতালিতেও ২৭ ডিসেম্বর নাগাদ করোনা ভ্যাকসিন দেয়া শুরু হবে বলে জানা গেছে । উল্লেখ থাকে ইতালিতে লন্ডনগামী দুই যাত্রীর শরীরে ধরা পড়েছে নতুন রূপের এই করোনাভাইরাস।

এদিকে ব্রিটিশ চিকিৎসকরা বলছেন, নতুন ধরনটি পরীক্ষায় ধরা পড়ছে না। এ পর্যন্ত উদ্ভাবিত টিকা দিয়েই এটি প্রতিরোধের আশা তাদের। যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের কোভিড ছড়িয়ে পড়ছে ৭০ শতাংশ দ্রুত গতিতে। যার দরুন জনমনে হতাশা ও আশঙ্কা সৃষ্টি করছে। মানুষ আগের থেকে আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে । এদিকে ন্যাশনাল হেলথ সার্ভিস দ্বারা প্রকাশিত করোনার স্বাভাবিক লক্ষণ ছাড়াও করোনার নতুন স্ট্রেইনে আরও ৭টি নতুন লক্ষণের খোঁজ জানা গিয়েছে। যুক্তরাজ্যে । নতুন করে যে করোনা ছড়াচ্ছে এতে স্পাইক প্রোটিনের জেনেটিক রুপান্তর হচ্ছে। যার ফলে ভাইরাস মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে বলে ধারণা করছে ।

ইংল্যান্ডের দক্ষিণ পূর্ব অঞ্চলে নতুনভাবে যে করোনা ছড়াচ্ছে তার মধ্যে ১৭ টি নমুনার মিউটেশন পাওয়া গেছে যা ভাইরাসের আকারসহ আরো কিছু পরিবর্তন করেছে। নতুন স্ট্রেইনে জ্বর, শুকনো কাশি, স্বাদ-গন্ধ চলে যাওয়া ছাড়াও করোনার আরও বেশ কিছু লক্ষণ যুক্ত হয়েছে। ক্লান্তি. ক্ষুধামন্দা, মাথা ব্যথা ডায়রিয়া, মানসিক বিভ্রান্তি, পেশী ব্যথা, স্কিনে র্যাশ, কারো কারো বেলায় চোখে রক্ত উঠার মতো অবস্থা হয় । ডাক্তারদের ভাষ্যমতে এমত অবস্থায় ধৈর্যধারণ করতে হবে মনোবল বাড়াতে হবে এবং জ্বর কাশি হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে । স্বাস্থ্যসম্মত দিক বিবেচনা করে দূরত্ব বজায় রেখে প্রয়োজনে ঘরের ভিতরেও মাক্স ব্যবহার করতে হবে । একই ঘরে একাধিক ব্যক্তি আক্রান্ত হলে অবশ্যই বাথরুম ব্যবহারের সময় মাক্স ও হ্যান্ড গ্লাভস রাখতে হবে সেখানেও দূরত্ব বজায় রেখে চলতে হবে। (সূত্রগুলো বিভিন্ন মাধ্যম থেকে সংগৃহীত)