প্রবাস মেলা ডেস্ক: দেশে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় শুরু হয়েছে লকডাউন। লকডাউনের প্রথম দিন ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে গিয়ে করোনার টিকা নিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। বিষয়টি নিশ্চিত করেছেন এই চিত্রনায়ক নিজেই।
এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ্। করোনাভাইরাসের ভ্যাকসিন নিলাম।’
জানা গেছে, শাকিব খান প্রায় ৩০ মিনিট হাসপাতালে ছিলেন। টিকা নেওয়ার পর তাকে ১৫ মিনিট পর্যবেক্ষণে রাখা হয়। কোনো সমস্যা না থাকায় তিনি হাসিমুখেই ফিরে গেছেন। জুনের প্রথম সপ্তাহে তাকে টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে।
এদিকে, শাকিব খান বর্তমানে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই এর শুটিং শেষ হওয়ার কথা রয়েছে। এতে শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।
সম্প্রতি ছবির গানের শুটিংয়ে অংশ নিতে গিয়ে নায়িকা দর্শনা বণিকের নখের আঁচড় লাগে শাকিব খানের বাঁ চোখে। এতে তিনি রক্তাক্ত হন বলেও জানা গেছে।