জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি:সারা পৃথিবীর মানুষ আজ প্রতিনিয়ত স্তব্ধ আর হতাশায় নিমজ্জিত। কারণ করোনা ভাইরাস নামের প্রাণঘাতী অদৃশ্য শক্তি কভিড ১৯ এর দৌড়াত্ব। চীনের উহান থেকে শুরু ইতিমধ্যে আজ ইতালি, স্পেন, ইরান, ইউকে, ইউএসএ সহ প্রায় ২০০টি দেশে এ ভাইরাসের সংক্রমণের ফলে অন্যান্যদের মত ইউকেও কঠোর নিয়ন্ত্রণে থেমে নেই প্রশাসন। বিশ্বজুড়ে মৃতের সংখা ২৮হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে সাড়ে ৫ লাখ মানুষ।
যুক্তরাজ্যও লক ডাউন করেছে দেশটির সরকার। ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এর নিষেধাজ্ঞা থাকার কারণে এ যেন এক নিঃসঙ্গ জীবনের মতই। লক ডাউন অমান্যকারিদের জরিমানাও করছে। প্রাণঘাতী অদৃশ্য শক্তি কভিড ১৯ এর কারণে কেননা সবাই এখন শঙ্কিত। এ প্রসঙ্গে এক ভয়ঙ্কর তথ্য জানল যুক্তরাজ্য। বিশ্বে প্রতি ১৩ মিনিটে মারা যাবে ১ জন। গত চব্বিশ ঘণ্টায় যুক্তরাজ্যে ২৬০ জনের মৃত্যুতে সাধারন মানুষের ভিতর আরও আতঙ্ক ছড়িয়েছে। এদিকে
স্থবির হয়ে পড়েছে উৎপাদন ব্যবসা বানিজ্য। ধ্বস নেমেছে শেয়ার বাজার এবং চাপ বাড়ছে অর্থনীতিতে। সরকারের নিয়মনীতি মেনে চলার জন্য যার যার অবস্থান ও পেশাদারিত্ব থেকে চেষ্টা করছে। এ ছাড়া পরিচিত সবাই সবার প্রতি দেখা হলে কিংবা ফোনে ফোনে বাসায় কোয়ারাইনটাইন মেনে চলার অনুরোধও করেন এমনটাই দেখা যাচ্ছে যুক্তরাজ্যের লন্ডনে।