হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে মহামারি করোনা ভাইরাসে নিভে গেল নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক গৃহবধূর প্রাণ। বিশ্বের অন্যান্য দেশের মত যুক্তরাষ্ট্রে বর্তমানে ব্যাপক ভাবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ছে। প্রতিদিন দেশটিতে নতুন করে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। একই সাথে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক মানুষের প্রাণনাশ হচ্ছে। এদিকে, যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছে। এই সকল প্রবাসীবাংলাদেশিদের মধ্যে অনেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর এবার যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে নিভে গেল নিশাত আফছা চৌধুরী (২৮) নামের এক গৃহবধূর প্রাণ। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা গেছে, নিশাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে স্বামী আফাজুর রহমান চৌধুরী ফাহাদের সঙ্গে বসবাস করতেন। তাদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের করের গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর দুইদিনে আগে জ্বর-কাশি নিয়ে যুক্তরাষ্ট্রের কুইন্স হাসপাতালে ভর্তি হন। নিশাতের স্বামী ফাহাদ জানান, নিউইয়র্কে পার্ক মুসলিম ফিনারেল সেন্টারের তত্ত্বাবধানে নিশাতের জানাযা শেষে নিউজার্সিতে অবস্থিত কুলাউড়া সমিতির কবরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটিতে বর্তমানে বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এই নিউইয়র্ক সিটিতে গত কয়েকদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশির প্রাণনাশ হয়েছে। একই সাথে নিউইয়র্ক সিটিতে এখনো অনেক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।