প্রবাস মেলা ডেস্ক: নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ করোনমুক্ত হয়েছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ। আজ সকালে এই শিল্পী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল ছেড়ে বাসায় ফিরে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েল আইচের স্ত্রী বিপাশা আইচ। তিনি জানান, জুয়েল আইচের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন পুরোপুরি সুস্থ। খাওয়াও দাওয়া স্বাভাবিকভাবে করতে পারছেন। গত ৪ নভেম্বর জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ।
জ্বরের মাত্রা বাড়তে থাকায় চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। পরীক্ষার ফল হাতে পেয়ে জানতে পারেন, তিনি কোভিড-১৯ পজিটিভ। তার ফুসফুসও সংক্রমিত হয়। সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জুয়েল আইচ। তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠলেও জুয়েল আইচকে ভর্তি হতে হয় হাসপাতালে।