জাহাঙ্গীর আলম সিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: বিশ্ব মহামারি করোনাভাইরাস থেকে গোটা বিশ্বকে সুরক্ষা করার জন্য সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র পক্ষ থেকে অনলাইন মুনাজাত করা হয়েছে। গত ৩ এপ্রিল, ২০২০ শুক্রবার বিশেষ এই মুনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আইনজীবী মাওলানা মোশাররফ হোসাইন।

করোনার ভয়াবহ ছোবল থেকে বিশ্ব বাসীকে পরিত্রান দিতে সৃষ্ট্রিকর্তার কাছে আকুতি জানিয়ে মুনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা মোশাররফ হোসাইন করোনাভাইরাস মহামারি থেকে গোটা বিশ্বকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক থাকার বিষয়ে ইসলামের আলোকে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরেন।
সুন্দরবন ফাউন্ডেশন ইউকে’র ফেইসবুক থেকে পরিচালিত মুনাজাতে সংগঠনের সদস্যসহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিশ্বাসীরা অংশগ্রহণ করেন। এসময় ছোটছোট শিশুদেরকেও সৃষ্টিকর্তার দরবারে করোনা থেকে মুক্তির জন্য কাকুতি মিনতী করতে দেখা গেছে।

এদিকে সময় উপযোগী মুনাজাতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন ব্যাক্তি ও সংগঠন। তাদের অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরণের বিশেষ মুনাজাত প্রতিসপ্তাহে পরিচালিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।