হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মহামারি করোনা ভাইরাসকে বিশ্বাস করতো না ট্রাম্প প্রশাসন। তারা এ বিষয়ে ছিলেন উদাসীন। ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসের জাতীয় টাস্কফোর্সের সদস্য ডা. ডেব্রাহ বার্কস এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশাসনের গোপন এসব তথ্য ফাঁস করেছেন। সম্প্রতি সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে মার্গারেট ব্রেনানকে দেওয়া সাক্ষাৎকারে বার্কস এসব কথা বলেন। ডা. ডেব্রাহ বার্কস বলেন, করোনাকে চায়নার তৈরি ভাইরাস মনে করতো ট্রাম্প প্রশাসন।
তিনি বলেন, করোনা নিয়ে হোয়াইট হাউস যে সংবাদ সম্মেলন করে যেসব তথ্য জানাতো সেসব তাদের পছন্দমত তৈরি করা ছিল। কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হতো না। করোনা নিয়ে ট্রাম্পের এমন উদাসীনতার কারণে একবার চাকরিও ছাড়তে গিয়েছিলেন ডা. ডেব্রাহ বার্কস।
ডা. ডেব্রাহ বার্কস বলেন, করোনা মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপ যথেষ্ট ছিল না। ট্রাম্প যদি পরিকল্পিতভাবে করোনা ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতেন তাহলে যুক্তরাষ্ট্রে করোনায় বেশি মানুষের মৃত্যু হতো না বলে মনে করেন ডা. ডেব্রাহ বার্কস।