হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সিনেট থেকে পদত্যাগ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার দুই দিন আগে আজ ১৮ জানুয়ারি সোমবার তিনি পদত্যাগ করবেন।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ক্যালিফোর্নিয়া রাজ্যের ডেমোক্র্যাট গভর্ণর গ্যাভিন নিউজম। তিনি জানান, কমলা হ্যারিসের মেয়াদে ক্যালিফোর্নিয়ার সিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন আলেকস প্যাডিলা। তিনিই হবেন ক্যালিফোর্নিয়ায় প্রথম লাতিন সিনেটর।
২০১৬ সালে ক্যালিফোর্নিয়া থেকে প্রথমবার সিনেটে প্রতিদ্বন্দ্বিতা করে সিনেটর হন কমলা হ্যারিস। বাবার দিক থেকে দ্বিতীয় আফ্রিকান-আমেরিকান মায়ের দিক থেকে ভারতীয়-আমেরিকান হিসেবে এবং প্রথম দক্ষিণ এশিয়-আমেরিকান হিসেবে ২০১৭ সালে সিনেটর হিসেবে দায়িত্ব শুরু করেন তিনি।