প্রবাস মেলা ডেস্ক: পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে রাজধানীসহ সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) এ কর্মসূচি চলাকালে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা ব্যতীত কোনো যানবাহন সড়কে চলতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
কর্মসূচি চলাকালে দুপুর ১২টা পর্যন্ত রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ছাড়াও সংঘর্ষের খবর পাওয়া গেছে। এরমধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর রাজধানীর মেরুল বাড্ডায় আন্দোলনে নামেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই সময় কয়েকশ’ শিক্ষার্থী জড়ো হয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করে। পরে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় মেরুল বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে, চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ রয়েছে। একই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।
অন্যদিকে, মাদারীপুর পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতির নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।