জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: কভিড ১৯ উপলক্ষে ১৬ আগস্ট ২০২০, রবিবার ইতালিয়ান এসোসিয়েশন বাংলাদেশি ইউকে অর্গানাইজেশনের দোয়া ও মিলাদ মাহফিল হয় পুর্ব লন্ডনের ইলফোর্ডের স্থানীয় একটি রেস্টুরেন্টে।
সংগঠনের সভাপতি এম.এম জাকির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল আলম মৃধার পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফজলুল করিম, উপদেষ্টা আসাদ মুন্সি, সহ-সভাপতি আবুল কাসেম রতন, সংগঠনের প্রাক্তন সভাপতি সেলিম চৌধুরী, অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন ইউকে’র সভাপতি মেজবাউল ইসলাম বাবু, শরিয়তপুর এসোসিয়শনের সভাপতি সাত্তার মাদবর সহ অনেকেই।
বক্তারা কভিড ১৯ এর মহামারী সম্পর্কে সম্যক ধারণা অর্জন করে সরকারের নিয়মনীতি মেনে চলার অনুরোধ করেন এবং সমগ্র পৃথিবীর মহামারীতে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরিশেষে সভাপতি এম.এম জাকির হোসেনের সমাপনী বক্তব্য, মোনাজাত এবং মিষ্টি বিতরণের মাধ্যমে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সমাপ্তি হয়।