বিশ্বনাথ, সিলেট থেকে: সিলেট লেখক ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরে দশম সঙ্গীতের অ্যালবাম বাংলাদেশের মাটি ও এগারতম অ্যালবাম সিলেট আমার জনম মাটি এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী খ্যাতিমান লেখক ও সাংবাদিক সৈয়দ শাহ সেলিম আহমেদ ও জাপান প্রবাসী খ্যাতিমান লেখক ও সাংবাদিক পি. আর প্ল্যাসিডের নামে উৎসর্গকৃত অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের স্পিকার ও সিভিক মেয়র কাউন্সিলর মোঃ আয়াছ মিয়া।
বক্তব্যে তিনি বলেন, আজ থেকে প্রায় এক দশক পূর্বে আমরা লন্ডনে কবি নাজমুল ইসলাম মকবুলের প্রথম সঙ্গীতের অ্যালবাম আমরা ঘরর তাইন এর মোড়ক উন্মোচন করেছিলাম। সে অনুষ্ঠানে লন্ডনে অবস্থানরতো খ্যাতিমান লেখক কবি সাহিত্যিক সাংবাদিক রাজনীতিবিদ কাউন্সিলর শিল্পী কমিউনিটি লিডার ও গুণীজনদের ব্যাপক উপস্থিতিতে অ্যালবামটির সঙ্গীত শুনে বক্তারা তাদের বক্তব্যে বলেছিলেন কবি নাজমুল সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অনেক দুর এগিয়ে যাবেন। আজ তাঁরই দশম ও এগারতম অ্যালবামের আত্মপ্রকাশ সেই ভবিষ্যতবাণীকেই সত্য প্রমাণ করলো। তিনি আরও বলেন, সমাজের বিভিন্ন অসংগতি সঙ্গীতের মাধ্যমে সিলেটের আঞ্চলিক ভাষায় ফুটিয়ে তুলে সিলেটের পাশাপাশি যুক্তরাজ্য প্রবাসীদের কাছেও একটি আলাদা অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন কবি নাজমুল।
২৭ ফেব্রুয়ারী বুধবার সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপুরস্থ ইসহাক একাডেমী অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ওয়ান পাউন্ড হসপিটাল ইউ,কের চেয়ারপার্সন এন্ড সিইও, ইনষ্টিটিউট অব এলার্জি এন্ড ক্লিনিক্যাল ইম্মিউনোলজি অব বাংলাদেশ ম্যাটস, সাভার, ঢাকা এর প্রাক্তন সহকারী অধ্যাপক এলার্জি বিশেষজ্ঞ ডাঃ কবি মোঃ শাহনুর আলী মামুন।
সিলেট লেখক ফোরাম আয়োজিত ফোরাম সভাপতি সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের সভাপতিত্বে একাডেমীর সহকারী শিক্ষক কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন থেকে প্রকাশিত মাসিক দর্পণ সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী প্রবীণ সাংবাদিক মোঃ রহমত আলী, ইসহাক একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান মোজাহিদ, প্রিন্সিপাল মোঃ ইলিয়াস আলী, সমাজসেবী ও শিক্ষানুরাগী বাবুল হোসেন মোহন, আক্তার আহমদ। প্রধান আলোচক ডাঃ কবি মোঃ শাহনুর আলী মামুন বলেন, কবি নাজমুল শুধু সঙ্গীত জগতে নয় সাহিত্যের সকল শাখায়ই তাঁর বিচরণ আমরা দেখতে পাই। সঙ্গীতের পাশাপাশি কবিতা ছড়া প্রবন্ধ নিবন্ধ কলাম ও পূঁথি সাহিত্যে তার সমান দখল রয়েছে। চিরায়ত বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য নিয়ে তাঁর শেকড় সন্ধানী লেখা আমাদের অনুপ্রাণিত করে। বিশেষ অতিথির বক্তব্যে মাসিক দর্পণ সম্পাদক মোঃ রহমত আলী বলেন, সাহিত্য জগতের পাশাপাশি সাংবাদিকতায়ও কবি নাজমুলের অগ্রযাত্রায় আমরা অনুপ্রাণিত। লন্ডতে তাঁর প্রথম সঙ্গীতের অ্যালবাম আমরা ঘরর তাইন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। আজ তাঁর অ্যালবাম সংখ্যা ডাবল ডিজিজে পৌছায় আমরা সকলেই খুশি। আমরা তাঁর সকল অ্যালবাম ও প্রকাশিত গ্রন্থগুলির আরও সফলতা কামনা করি। অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কবি নাজমুল ইসলাম মকবুল বলেন, স্পিকার কাউন্সিলর মোঃ আয়াছ মিয়াসহ সকলের সহযোগিতায়ই আমি আজ এ পর্যায়ে আসতে সক্ষম হয়েছি। তিনি তার দশম সঙ্গীতের অ্যালবাম বাংলাদেশের মাটির স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ ফারুক মিয়া, আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল কালাম ও ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতা মনোয়ার হোসেন এবং এগারতম অ্যালবাম সিলেট আমার জনম মাটির স্পন্সর যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ রইছ আলী এবং আবুল বাশারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন একাডেমীর ভাইস প্রিন্সিপাল ক্বারী রোহেল আহমদ। সঙ্গীত পরিবেশন করে মাসুমা বেগম, রহিমা বেগম, সুমাইয়া বেগম, সোনিয়া বেগম, তাওহীদ আল মামুন।