প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের বিশিষ্ট কবি ও গীতিকার শেখ নজরুল এর সাথে এলজিইডি’র সদর দপ্তরে তার অফিসে সৌজন্য সাক্ষাৎ করেন টিভি উপস্থাপক, আবৃত্তিকার ও পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার অনারারি উপদেষ্টা মামুন ইমতিয়াজ। সেসময় উপস্থিত ছিলেন কোলকাতার বিশিষ্ট কবি রফিক উল ইসলাম। এই তিনজন সংস্কৃতিমনা মানুষ শিল্প-সংস্কৃতির নানা বিষয়ে আলোচনা করেন। এক ফাঁকে কবি ও গীতিকার শেখ নজরুল ও কোলকাতার কবি রফিক উল ইসলাম এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন মামুন ইমতিয়াজ। শিল্প-সংস্কৃতির এই তিনজন ব্যক্তিত্ব স্ব-স্ব ক্ষেত্রে তাদের ব্যতিক্রমধর্মী লেখনী বা উপস্থাপনা ও আবৃত্তিতে মননশীলতার পরিচয় রেখে চলেছেন।
উল্লেখ্য, কবি ও গীতিকার শেখ নজরুল এর জন্ম সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে। পেশায় চাকুরে হলেও নেশায় তিনি সাহিত্যিক। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৫০টি। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ যতক্ষণ তুমি মাধবী। কবিতায় তিনি বেশি সাবলীল হলেও অসংখ্য জনপ্রিয় দেশাত্মবোধক ও আধুনিক গান রচনা করে চলেছেন।
তার উল্লেখযোগ্য বই, কবিতা- পাঁজরের মানচিত্রে অনেক নদী, কষ্টের অনুবাদ, মা ও জোনাকতারার কাব্য, অষ্টধাতুর মাদুলি, আমার খুনের তালিকায় জোছনাও আছে, মলাটবন্দি চেতনার কফিন, মেঘ সম্পাদনা, মিমাংশিত মৃত্যু অমিমাংশিত জীবনে, নারীনিধি, রাষ্ট্র বনাম একা, আপেল কাটা ছুরি, গোলাপি দরজা, পতাকায় ফাল্গুন মানচিত্রে বসন্ত, এখন তুই মাঠ আমি খেলছি, আমাদের ভদ্র হবার গল্প, গোলাপেও দুর্দিন ফোটে, ফুলশুমারি, সোনালি শস্যে রুপোলি সরোবরে, বেয়াদবি মাফ করবেন, রাখাল বালক সুবর্ণ চাষা, নিষিদ্ধ নমস্কার ।
ছড়া- কার ঘাড়ে কে চড়ে, ফন্দিফিকির, রাজনীতি এ্যাটরেট জনগণ ডটকম, বুকের ভেতর বাংলাদেশ, বৃষ্টিকাব্য, বন্ধুকাব্য, মুঠির ভেতর আগুন জ্বলে কার, সময়ের কাব্য, হায় পাখি, ছড়া বসন্ত, লাল মোরগের ঘাড়টান ভোর।
গল্প- গ্লাস ভাঙ্গা দুপুর।

আখ্যানকাব্য- রাজাকারনামা।
প্রবন্ধ- গল্প রাতে নাটক সকালে, আমার স্বপ্ন আমার স্বাধীনতা, দুই বাংলার মুক্তিযুদ্ধের কবিতা, কবিতায় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর কবিতা।
সম্পাদিত বই- মুক্তিযুদ্ধের বাছাই গল্প।
বাবা প্রয়াত স্কুল শিক্ষক নুরুল ইসলাম। মা রাশিদা খানম। কৃতি এ কবি আমেরিকা, জাপান, চীন, বেলজিয়াম, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, ভারত ও অন্যান্য দেশ ভ্রমণ করেছেন। তিনি তার অনবদ্য লেখনীর জন্য অনেকগুলো পুরস্কারও পেয়েছেন।
তার উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে- শেরে-বাংলা স্বর্ণপদক (১৯৯৩), সাতক্ষীরা জাতীয় কবিতা পরিষদ পুরস্কার (২০০৯), স্বাধীনতা ফাউন্ডেশন পুরস্কার (২০১২)।

অন্যদিকে, কবি রফিক উল ইসলাম জন্ম ২ আগস্ট, ১৯৫৪ পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায়। তার প্রথম কবিতাগ্রন্থ ‘জলের মত সুখে আছি’। তারপর নানা স্তরে বাঁক বদল করে অনেক কাব্য সৃষ্টি করেছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- জলের মত সুখে আছি, শব আর শব্দ ভৈরবী, মৈত্র্যেয় রাত্রির পথে, আমাদের বৃষ্টিপাতের মাঝখানে, সোনালি শিবির, প্লাবনরেখা ছুঁয়ে, ভিন গাঁয়ের কথাটি, অর্ধেক চাঁদের জন্য, আটাশ কিংবা ছাব্বিশ, শ্রেষ্ঠ কবিতা, অবসরের পর সেলফি। ছোটদের কবিতা- হাওয়ার কানে মেঘের দুল।
সুনীল গবেষণা ও সম্পাদনা কর্ম- সুনীল গঙ্গোপাধ্যায়ের জীবন ও গ্রন্থ পরিচয়, বাবা (সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে), নিজের সঙ্গে নিজে, সুনীল গঙ্গোপাধ্যায়ের ১০০টি প্রেমের কবিতা, সুনীল গঙ্গোপাধ্যায় কথাবার্তা সংগ্রহ।
বাংলাদেশ থেকে- সুনীল হুমায়ুন , রফিক উল ইসলাম কবিতা সংগ্রহ।
অন্যান্য গবেষণা ও সম্পাদনাকর্ম- সত্তর আশির কবিতা, কবিতার আলোয় শ্রী সুভাষচন্দ্র বসু, সামসুল হক নির্বাচিত কবিতা, শ্রী সুব্রত রুদ্র (তিন খন্ডে), দু-বাংলার কবিতা সংগ্রহ, সামসুল হক শ্রেষ্ঠ কবিতা, সামসুল হক ছড়া সংগ্রহ, দু-বাংলার কবিতা সংগ্রহ, নয়া শতকের দু বাংলার কাব্য আবিষ্কার।
সম্পাদিত পত্রিকা- গ্রামনগর, এসো এসো এসো হে বৈশাখ।
অনুবাদ- The Magic bridge, Sunil Gangopadhayay.
আলোচনার শেষে মামুন ইমতিয়াজকে কবি শেখ নজরুল তার সদ্য প্রকাশিত বই ‘কবিতা সমগ্র’ ও ‘বঙ্গবন্ধু শ্রেষ্ঠ বাঙালি’ এর কপি উপহার দেন। তাদের সাথে আরও উপস্থিত ছিলেন সংস্কৃতিকর্মী জাকারিয়া তুষার।