প্রবাস মেলা ডেস্ক: আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। সোনালী কাবিন, লোক লোকান্তর, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, পানকৌড়ির রক্ত, কবি ও কোলাহল, কাবিলের বোন এরকম অসংখ্য বাংলাসাহিত্যের কালজয়ী কাব্যগ্রন্থ, গল্পগ্রন্থ ও উপন্যাসের লেখক আল মাহমুদ। তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।
সম্প্রতি কবি’র বড় মগবাজারস্থ বাসায় প্রবাস মেলা’র চলতি সংখ্যার সৌজন্য কপি তুলে দেন পত্রিকার গ্রাফিক্স ডিজাইনার মো: আশরাফুল আলম মাসুদ। বর্তমানে কবি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছেন। এজন্য তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।