মুহাম্মদ আনোয়ার শাহাদাত, রিয়াদ, সৌদিআরব
যাকাত হলো ইসলামের অন্যতম এক স্তম্ভ
ধন-সম্পদ আর প্রাচুর্যের করতে নেই দম্ভ,
বিত্তবান আছেন যাঁরা এই মানব সমাজে
যাকাত দিয়ে শরীক হোন ফরয কাজে।
স্বর্ণ-রৌপ্য, জায়গা-জমি কিংবা নগদ অর্থ
গবাদি পশু, সহায় সম্পদ আছে আরো যত,
বছরান্তে হিসেব কষে থাকে যদি উদ্বৃত্ত
যাকাত দিয়ে প্রসন্ন করুন আপন চিত্ত।
যাকাত কভু নয় অনুগ্রহ গরীব-দুখীর প্রতি
মহান রবের আদেশ এটি গুরুত্ব যার অতি,
যাকাত দিয়ে নিজের সম্পদ করুন পরিশুদ্ধ
গরীবের হক আদায়ে অন্যকে করুন উদ্বুদ্ধ।
পুঁজিবাদী অর্থনীতি করে না দূর দারিদ্রতা
ইসলাম তাই শিক্ষা দিলেন যাকাত ব্যবস্থা,
সঠিক নিয়মে যাকাত যদি করি আদায়
সমাজ থেকে অভাব অনটন নেবে বিদায়।
যাকাত দিলে অর্থ-সম্পদ কমেনা কভু
সূরা রূমে ঘোষণা দিলেন মহান প্রভু,
যাকাত না দিয়ে সম্পদ করলে পুঞ্জীভূত
শেষ দিবসে সর্প হয়ে হবে আবর্তিত।
যাকাত আল্লাহর বিধান মানতে হবে সবার
অভাবীকে সাহায্য করুন মনকে করে উজাড়,
ইসলামের অনুপম আদর্শে রাঙিয়ে তুলুন জীবন
স্বগীয় সুধায় ভরে যাবে আপনার ভুবন।