সুপর্ণা বসু দে, কোলকাতা, ভারত:
হে বৈশাখ, রুদ্র বৈশাখ
তোমার কাছে আমাদের অঙ্গীকার
যুদ্ধ নয়, বোমা নয়,
স্তব্ধ হবে, সব হাহাকার।
শিশুরা হাসবে, খেলবে
স্বর্গকে মাটির পরে দেখবে
ক্ষুধাহীন, লোভহীন একসমাজ
আলোকিত হবে মহাকাশ।
হে বৈশাখ, রুদ্র বৈশাখ
অপরাজেয় হোক মানব
দৃপ্ত হোক মনের গঠন।
নিবিড় হোক প্রেম বন্ধন ।
ভূমিষ্ঠ হোক এক সভ্যতার
যেখানে ধর্ম গ্রন্থ সব নিষিদ্ধ।
মানবতাই হোক একমাত্র ধর্ম
প্রেমই একমাত্র মন্ত্র।।
মে বৈশাখ, রুদ্র বৈশাখ
দাও তোমার তাণ্ডবের শক্তি
দাও জীর্ণতা থেকে মুক্তি ।
মন হোক জ্ঞানে পরিপূর্তি।।
বৈশাখের মহাতান্ডবের শক্তি
হয়ে উটুক মন অদ্বৈতবাদী ।
হৃদয় ভরে উঠুক নব অনুরাগে
গর্বিত হৈ নব ইতিহাসে।