জেনিফা জামান:
তাকে দেখলেই আকুল এ মন
ব্যাকুল হয়ে ওঠে,
১৬ কোটি মুখের হাসি
আমার মুখে ফোটে।।
দিনের মাঝে যতবারই
তারি দেখা পায়,
প্রতিবারই দিনের শুরু
নতুন করে হয়,
তাকে ঘিরে স্বপ্ন মিছিল
একে একে জোটে,
১৬ কোটি মুখের হাসি
আমার মুখে ফোটে।।
পেলে যে তার পায়ের সাড়া
মন দেয় ভিতরের মনকে নাড়া,
রঙিন ফুলে প্রজাপতি
গুনগুনিয়ে ওঠে,
১৬ কোটি মুখের হাসি
আমার মুখে ফোটে।।
তার জন্য রাত্রি জাগা
শত ভুলের পাহাড় গড়া,
ভাললাগার পূনর্বাসন
হয় যেন তার বুকে,
১৬ কোটি মুখের হাসি
ফোটে আমার মুখে।।