তপন দেবনাথ
লস এঞ্জেলস, যুক্তরাষ্ট্র
কবিতারা আসতো এক সময় চুপেচুপে
জানালায় উঁকি দিয়ে মিলিয়ে যেত গাছের আড়ালে
শিমুল, পারুল, বকুল কিংবা চম্পা
খোঁপায় থাকতো তাদের বুনোফুল।
কবিতারা হাত ধরাধরি করে হাঁটতো
ছলনা বা খল জানতো না তারা
অন্তর নিঙরানো গভীর ভালোবাসায়
জীবন ছিল প্রাণ স্পন্দনে ভরপুর।
কোন মোহে পড়ে অথবা কোন ভুলে
এলাম এই দূর পরবাসে
শিমুল, পারুল, বকুলরা এখানে নেই
আছে শুধু ডলারের গন্ধ।
জানালায় কেউ উঁকি দেয় না এখানে
চোখের দিকে তাকিয়ে লাজে লাল হয় না কোনো বিংশতি
কবিতার নরম পঙতিগুলো হারিয়ে গেছে
পরবাসে ডলারের দাপটের কাছে।