প্রবাস মেলা ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী গাঙ্গুলি। ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার রাজ-শুভশ্রীর ঘরে এলো ফুটফুটে কন্যা। সুখবর এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। ৩০ নভেম্বর ২০২৩, বৃহস্পতিবার সকালেই রাজ চক্রবর্তী এবং শুভশ্রীর নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে দুটি ছবি পোস্ট করেন। হাসপাতালে যাওয়ার আগের মুহূর্তের ছবি শেয়ার হওয়া মাত্রই ঝড়ে পড়ে শুভেচ্ছা বার্তা। চিকিৎসকদের কথায়, নভেম্বরের শেষেই দ্বিতীয় সন্তান আসার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরেই এলো সুখবর।
রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের বয়স এখন সাড়ে তিন বছর। প্লে স্কুলে ভর্তি হয়েছে। সেইসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় রাজ-শুভশ্রী দুজনেই শেয়ার করে থাকেন। যা ভাইরালও হয়। নেটিজেনদের পছন্দের ক্ষুদে ইউভান। পরিবারে নতুন ক্ষুদে সদস্য আসায় খুশী সেও।
এই মুহুর্তে রাজ চক্রবর্তী ব্যস্ত ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে। চলচ্চিত্র উৎসবের চেয়ার পার্সন রাজ। ছবি নির্বাচন থেকে চলচ্চিত্র উৎসবকে রঙিন করার দায়িত্ব নিজ হাতে সামলান রাজ। সেই ব্যস্ততার মধ্যেই নতুন এই সুখবরে স্বভাবতই উচ্ছসিত রাজ চক্রবর্তী।
নতুন অতিথির আগমনে শুভেচ্ছা জানাচ্ছেন টালি পাড়ার তারকারা। মা এবং সন্তানের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন অনেকেই।