প্রবাস মেলা ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লেজার ভিশন এর ব্যানারে প্রকাশিত হল শিল্পী হোমায়েরা বশির ও রাজা বশির এর অ্যালবাম “অনুভূতির শিরায় শিরায়” । অনুষ্ঠানে শিল্পীদেরকে শুভাশিস জানিয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেছেন জি. এম. কাদের এম.পি , বিশিষ্ট সঙ্গীতজ্ঞ শেখ সাদি খান, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিশিষ্ট সঙ্গীতশিল্পী তিমির নন্দী, খুরশীদ আলম, তপন চৌধুরী, শুভ্র দেব, রবি চৌধুরী, মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ ও লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণ। অনুষ্ঠানে শেষ পর্বে হোমায়েরা বশির এর কন্ঠে গাওয়া অনুভূতির শিরায় শিরায় গানের মিউজিক ভিডিওটি প্রদর্শন করা হয়।
উল্লেখ্য, গীতিকার অধরা জাহানের কথায় হোমায়েরা বশিরের সুরে গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন রাজা বশির। অ্যালবামটিতে মোট ৪টি গান রয়েছে তার মধ্যে তিনটিতে কন্ঠ দিয়েছেন হোমায়েরা বশির এবং একটি গানে কন্ঠ দিয়েছেন রাজা বশির। অ্যালবামটির গানগুলো হলো- অনুভূতির শিরায় শিরায়, টুকরো অভিমান, অশ্রু মিষ্টি লাগে, তানপুরা আছে পড়ে।
ইতিমধ্যে গানগুলো লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।