প্রবাস মেলা ডেস্ক: ২৬ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডি ক্লাব হল রুমে লেজার ভিশন এর আয়োজনে শিল্পী লিলিয়েন পাল নীলা এর অ্যালবাম ‘পরানে বাজে বাঁশি’- এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘মহাদেব ঘোষ’ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং পরিচালক (রবিরশ্মি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিক্ষাগুরু মঙ্গল চন্দ্র মন্ডল, লেখক এবং অধ্যক্ষ (বুলবুল ললিতকলা একাডেমী)।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক জগতের বিভিন্ন ব্যক্তি ও সাংবাদিকগণ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানের শেষে শিল্পী স্বকন্ঠে কয়েকটি রবীন্দ্রনাথের গান পরিবেশন করেন।
উল্লেখ্য, অ্যালবামের গানগুলোর সঙ্গীতায়োজন করেছেন দূর্বাদল চট্টোপাধ্যায় এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মহাদেব ঘোষ। অ্যালবামটিতে মোট ১০টি জনপ্রিয় রবীন্দ্রনাথের গান রয়েছে। অ্যালবামটির গানগুলো হলো- কতবার ভেবেছিনু , দাঁড়িয়ে আছ , কাঁদালে তুমি মোরে, ধীরে ধীরে বও, আমি কি গান গাব যে, মনে কি দ্বিধা রেখে, এই লভিনু সঙ্গ তব , মন মোর মেঘের সঙ্গী, জানি জানি তুমি এসেছো ও বিশ্ব সাথে যোগে।