প্রবাস মেলা ডেস্ক: ৩১ মে সন্ধ্যায় লেজার ভিশন কার্যালয়ে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লেজার ভিশন এর ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হলো কন্ঠশিল্পী দিয়া’র “কফি হাউস” এর মিউজিক ভিডিওটি । অনুষ্ঠানে শিল্পীকে শুভাশিস জানাতে উপস্থিত ছিলেন সঙ্গীত ব্যাক্তিত্ব দিলরুবা খান, এস আই টুটুল ও গানটির গীতিকার ও সুরকার পার্থ মজুমদার ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ আরও অনেকে।
উল্লেখ্য, গানটি কন্ঠশিল্পী দিয়া’র প্রথম মৌলিক একক গান। গানটির কথা,সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার এবং গানটির ভিডিও নির্মাণ করেছেন ই-মিউজিক এবং মডেল হিসেবে গানটিতে ছিলেন অলিভিয়া ও মারজান।
গানটি প্রসঙ্গে শিল্পী দিয়া বলেন আমি চেষ্টা করেছি এবারের ঈদে ভালো একটি গান শ্রোতা-দর্শকদেরকে উপহার দিতে। আশা করি, ভিন্নধর্মী আমার এই গানটি সব ধরনের শ্রোতা-দর্শকদের কাছে গানটি ভালো লাগবে। গানটির লিংক: https://youtu.be/eYtzKDyuOsY