রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: করোনাকালীন সময়ে কনস্যুলার সেবাসহ দূতাবাসের বিভিন্ন সেবা সহজ করতে বিভিন্ন পরামর্শ দিয়ে বাংলাদেশ দূতাবাস লিসবনে স্মারকলিপি দিয়েছে পর্তুগাল ছাত্রলীগ।
২০ জুলাই ২০২০, সোমবার দুপুর ৩টায় পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, সাবেক সভাপতি শিপলু আহমেদ এর নেতৃত্বে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দূতাবাসের কনস্যুলার সেবা সহ বিভিন্ন সেবা সহজ করতে পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন দাবী দাবা নিয়ে লিসবন দূতাবাসের দূতালয় প্রধান তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীর হাতে উক্ত স্মারকলিপি তুলে দেন।
করোনাকালীন সঙ্কটে সৃষ্ট বিভিন্ন জটিলতায় দূতাবাসের বিভিন্ন সেবা নিয়ে বেশ কিছুদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্তুগাল প্রবাসীদের বিভিন্ন অসন্তোষের প্রেক্ষিতে এই স্মারকলিপি প্রদান করেন পর্তুগাল ছাত্রলীগ।স্মারকলিপি প্রদানের পর রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন পর্তুগাল ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই সময় রাষ্ট্রদূত ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে দূতাবাসের সেবার মান বাড়াতে নতুন বিভিন্ন পদক্ষেপগুলো তুলে ধরেন এবং করোনাকালীন সময়ে সৃষ্টি হওয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দেন। পরে রাষ্ট্রদূত দূতাবাসের বর্তমান সেবা মান সম্বলিত কিছু লিফলেট ছাত্রলীগ কর্মীদের হাতে তুলে দেন। স্মারকলিপি প্রদানের সময় পর্তুগাল ছাত্রলীগের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান সোহাগ, শাহীন মিয়া, শাহীন দর্জি, নিক্সন, বিপ্লব, তারেক প্রমূখ।