কোলকাতা, ভারত প্রতিনিধি: ‘কথন’ আয়োজিত বৈচিত্র্যময় বিজয়া সম্মিলনী সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান কফি হাউজের বৈচিত্র কালচারাল সোসাইটি’তে। আবৃত্তি, শ্রুতি নাটক, গান দিয়ে সাজানো এই অনুষ্ঠানে অংশ নেন ‘কথনে’র সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত শিল্পীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই সময়ের বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, অমিত চক্রবর্তী এবং অংশুমান চক্রবর্তী।
তাদের কবিতা পাঠ ও মনোজ্ঞ বক্তব্য সকলের মন ছুঁয়ে যায়। আবৃত্তি ও শ্রুতি নাটকে সৌভিক সেন, রতনলাল রায়, রীনা রায়, তথাগত খান, গৌরী ভট্টাচার্য্য, রনবীর ব্যানার্জী, প্রণমী ব্যানার্জী, কাকলী ব্যানার্জী, মীনাক্ষী ব্যানার্জীসহ সকলকে মুগ্ধ করেন। একক সঙ্গীত পরিবেশন করেন নন্দিনী মুখার্জি। কী-বোডে সকলকে যোগ্য সহযোগিতা করেন পার্থ মুখোপাধ্যায়। আমন্ত্রিত দল কবিতা ও গানের কোলাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। সমগ্র অনুষ্ঠানটির সামগ্রিক পরিকল্পনায় ছিলেন ‘কথনে’র দুই কর্ণধার রিংকি ও কাকলী।