সোয়েব সাঈদ, রামু, কক্সবাজার থেকে: কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন- মাদক ব্যবসা-সেবনে যুবকরা বেশি জড়িত থাকে। তাই মাদক প্রতিরোধ করতে হলে একমাত্র যুবকরাই অগ্রণী ভূমিকা পালন করতে পারে। মাদকের বিরুদ্ধে লড়তে হলে যুবকদের খেলাধুলা-সংস্কৃতি চর্চা সহ সৃষ্টিশীল কাজে মনোনিবেশ করতে হবে।
রামুর কচ্ছপিয়া এম সেলিম গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন। ১১ ডিসেম্বর ২০২০, শুক্রবার বিকালে গর্জনিয়া বাজার সংলগ্ন মাঠে আয়োজিত খেলায় মিয়াজী ফাউন্ডেশন ও দোছড়ি ফুটবল একাদশ যুগ্নভাবে চ্যাম্পিয়ন হয়েছে। এরআগে নির্ধারিত খেলা ও টাইব্রেকারে গোলে সমতা হওয়ায় রেফারি উভয় দলকে যুগ্ন চ্যাম্পিয়ন ঘোষণা করেন।
খেলায় বিশেষ অতিথি ছিলেন- রামু থানায় ওসি আজমিরুজ্জামান, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বডুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি তছলিম ইকবাল চৌধুরী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যানে ওয়ান চ্যাক, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সিকদার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, সহ সভাপতি জয়নাল আবেদিন মেম্বার।
খেলার প্রধান পৃষ্ঠপোষক এম সেলিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আপন বড়ুয়া ওলামালীগ সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আনছারী, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মৎস্যজীবি লীগের সভাপতি সুজষ বড়ুয়া টাপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মোহাম্মদ নোমান, তছলিম উদ্দিন সোহেল প্রমূখ।