রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: আনোয়ারায় বোয়ালিয়া গ্রামে কিছু অসচ্ছল পরিবার রয়েছে। অনেকে ইচ্ছে থাকলেও করোনা আতংকে ঘর থেকে বের হতে চিন্তা করে সাহায্য করতে। আবার করোনা ভাইরাসের কারণে সরকার কতৃক নির্ধারিত হোম কোয়ারেন্টাইন পালন করতে গিয়ে খুব বিপাকে পরেছেন অনেকেই। এইরকম কিছু নিন্ম আয়ের হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে বোয়ালিয়ার একটি প্রাচীন সংগঠন জাগ্রত বোয়ালিয়া। জানা যায়, ৬ এপ্রিল, ২০২০ সোমবার সন্ধ্যা ৭টা থেকে গভীর রাত পর্যন্ত প্রকৃত দুস্থদের হাতে এসব তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দরা।
একটু ব্যতিক্রম চিন্তার মধ্য দিয়ে ত্রাণ বিতরণ করেছেন তারা, যেটা ইসলামের দৃষ্টিতে প্রকৃত নিয়ম বলা যায়।সমাজে যেহেতু সবারই আত্মসম্মান রয়েছে তাই অনেকে লজ্জা পেয়ে হয়তো ত্রাণ নিতে আসবেনা। তাই নিজ উদ্যোগে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয়াটাই প্রকৃত দান করা। যা ধর্মে বর্ণিত আছে “ডান হাতে দান করো যেন বাম হাতে না জানে”। আরো প্রতীয়মান হয় যে তারা ত্রাণ গ্রহীতার সাথে কোন ছবি তুলেননি।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগ্রত বোয়ালিয়ার সাংগঠনিক সম্পাদক হাবিব আলী, প্রচার সম্পাদক আশিকী ফরহাদ, সহ-প্রচার সম্পাদক নুরুদ্দীন আবেদীন প্রমুখ। এ সময় উক্ত সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাবিব আলী বলেন, প্রয়োজনের তুলনায় সীমিত হলেও কিছুটা তাদের অভাব দূর করার চেষ্টা আমাদের। যা আমাদের ক্ষুদ্র প্রয়াস ও সাধ্যর ভিতরে থেকে করতে হয়েছে। তিনি সবার উদ্দেশ্য আরো বলেন, বহু মানুষের এখনই ত্রাণ প্রয়োজন। সমাজ ও দেশের বিত্তবানরা এই সংকটময় সময়ে সাহায্যর হাত বাড়িয়ে দিলে মানবতার সেবা হবে। সবাই সরকারি দেয়া নির্দেশিকা অনুযায়ী চলুন। ঘরে থাকুন, কোন দরকার হলে প্রশাসনের সাহায্য নিন।