হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৮ মার্চ ২০২১ রবিবার নিউইয়র্ক এর উডসাইডস্থ কুইন্স প্যালেসে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ইউএসএ এর উদ্যোগে অত্যন্ত অনাডম্বর পরিবেশে মহান স্বাধীনতা দিবসের ৫০ বৎসরের যুবলী অনুষ্ঠান অত্যন্ত শ্রদ্ধার সহিত পালন করা হয়। সংগঠনের সভাপতি শাহ্ শহীদুল হক সাঈদের সভাপতিত্বে এবং আহবায়ক জাহাঙ্গীর আলম জয় এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স বরো প্রেসিডেন্ট জনাব ডনাভেন রিচার্ড, বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেন নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক-৩৮ এর এ্যাসেম্বলীওমেন জেনিফার রাজকুমার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমেরিকান ফেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট গোলাম মেহরাজ, আমেরিকান বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি এবং ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, জ্যামাইকা ফেন্ডশীপ সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, জ্যাকসন হাইট্স মোহাম্মদী সেন্টারের ইমাম কাজী কাইয়ূম, মুন্সীগঞ্জ-বিক্রমপুর এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জনাব শাহাদাত হোসেন, মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়ামান, টাইম টেলিভিশনের সিইও জনাব আবু তাহের, সাপ্তাহিক আজকালের বার্তা সম্পাদক মোঃ সিদ্দিক, বাংলাদেশ সোসাইটির বর্তমান কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব নর্থ আমেরিকার কর্ণধার মেসবাহ্ আবেদীন, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর সাধারণ সম্পাদক মোহাম্মদ কাদির, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর প্রাক্তন জেনারেল সেক্রেটারী আকতার হোসেন।

সভার শুরুতে মহান স্বাধীনতা আন্দোলনে যেসকল বীর শহীদগণ শাহাদাৎ বরণ করেছেন এবং ৯/১১ এর যারা সন্ত্রাসীদের বোমার আঘাতে প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। প্রথমে সভার আহবায়ক জনাব জাহাঙ্গীর আলম জয় তার বক্তব্যের মাধ্যমে উপস্থিত অতিথিদের উদ্দেশ্য করে স্বাগত বক্তব্য পেশ করেন।

জুরী বোর্ডের সম্মানিত সদস্যগণ যথাক্রমে জনাব গিয়াস আহমেদ- ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের সিইও, শাহ নেওয়াজ-কমিউনিটি বোর্ড মেম্বার, কাজী কাইয়ূম-ইমাম জ্যাকসন হাইট্স মোহাম্মদী সেন্টার, ফাহাদ সোলায়মান: মূলধারার রাজনীতিবিদ, শামসুন শেখ: কমিউনিটি এক্টিভিষ্ট। তাদের সিদ্ধান্ত মোতাবেক কভিড-১৯ যোদ্ধা ও বিভিন্ন ক্ষেত্রে অবদানস্বরূপ ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স এ্যাম্বেসেডর এ্যাওয়ার্ড প্রদান করা হয়। পদকপ্রাপ্তরা হলেন যথাক্রমে: ডাঃ বর্ণালী হাসান, ডাঃ মোহাম্মদ হোসেন, এবিএম ওসমান গণি, মেজবা আবেদীন, আবু তাহের, মোঃ সিদ্দিক এবং আশরাফুল করিম।
বাংলাদেশে কভিড-১৯ এর সময়ে যারা কাজ করেছেন তাদের মধ্যে অপু উকিল-বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যারিষ্টার ফারহানা: বিশিষ্ট রাজনীতিবিদ, রূপা আহমেদ: চেয়ারম্যান, নারী উদ্যোক্তা, শহীদুল্লাহ্ বাগমার প্রান্তিক: টিভি মিডিয়া ব্যক্তিত্ব।

প্রধান অতিথি ডনভার রিচার্ড তিনি বলেন কুইন্স বরো বর্তমানে সারা বিশ্বে দুইশত জাতির বল্ললে মুখরিত। আমরা গণতন্ত্রের সমাধিকার এবং মানবাধিকারে বিশ্বাসী। ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং গর্ববোধ করছি। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের প্রেসিডেন্ট শাহ্ শহীদুল হক এবং তার সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ কভিড-১৯ এ যে ধরনের মানবকল্যাণ কাজে নিয়োজিত ছিলেন সেজন্য তাদেরকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমেরিকা গণতন্ত্রের দেশ, এখানে সকলের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে যে সকল বীর মুক্তিযোদ্ধাসহ যে সকল জনগণ শহীদ হয়েছেন তাদের প্রতি এই সভায় আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি।

বিশেষ অতিথির ভাষণে নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক-৩৮ এর এ্যাসেম্বলীওমেন জেনিফার রাজকুমার বলেন, আমরা বাংলাদেশের মহান স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলাদেশ ডে পালন করার জন্য আইন প্রণায়নের সিদ্ধান্ত নিয়েছি যা বাংলাদেশের ইতিহাস সমস্ত বিশ্ব অতি শ্রদ্ধার সাথে পালন করবে। আমি ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। আমি সদা সর্বদা বাংলাদেশীদের যেকোন মহৎ উদ্যোগে একাত্বতা প্রকাশ করছি।
সভার সভাপতি ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট এর প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, আমরা ত্রিশ বছর যাবত আত্ম-মানবতায় কাজ করে আসছি। কভিড ১৯ এ আমাদের সংগঠনের মাধ্যমে ৬ হাজারেরও বেশি অসহায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। তিনি আগামীতে সিনিয়র সিটিজেন সেন্টার, প্রি-কে সেন্টার এবং সকলের জন্য ভেকসিন সেন্টার করার জন্য কুইন্স বরো প্রেসিডেন্ট ও এ্যাসেম্বলীওমেন এর প্রতি আবেদন করেছেন। তিনি উপস্থিত সকল অতিথি এবং সকল দর্শক ও সংগঠনের সকল সদস্য, সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব, যারা আমাদের স্পন্সর দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেসমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে এবং বিশেষ অতিথি নিউইয়র্ক স্টেট ডিস্ট্রিক-৩৮ এর এ্যাসেম্বলীওমেন জেনিফার রাজকুমারকে ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্ট ইউএসএ এর পক্ষ থেকে সম্মানিত সভাপতি শাহ্ শহীদুল হক ক্রেষ্ট প্রদান করেন এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন।