বিশ্বনাথ, সিলেট থেকে: ব্রিটিশ রেজিস্ট্রার্ড চ্যারিটি সংস্থা ওয়ান পাউন্ড হসপিটালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। ৩ এপ্রিল বুধবার বিশ্বনাথের রামসুন্দর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটস্থ ডা: মাহবুব আলী জহিরের চেম্বারে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
ওয়ান পাউন্ড হসপিটাল ইউকের চেয়ারপার্সন এন্ড সিইও ডা: কবি শাহনুর আলী মামুনের সভাপতিত্বে ও বিশ্বনাথের চীফ কো-অর্ডিনেটর সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ হেলাল মিয়া, মোঃ বেলাল মিয়া ও মোঃ আক্তার মিয়া রাজু।
সভাপতির বক্তব্যে ডা: কবি শাহনুর আলী মামুন বলেন, ওয়ান পাউন্ড হসপিটাল নামে আমাদের সিলেটে বিশ্বমানের একটি হসপিটাল প্রতিষ্ঠার স্বপ্ন আমাদের। এই স্বপ্ন বাস্তবায়নে দেশী বিদেশী সকল মহলের আন্তরিক সহযোগিতা পেয়ে আমরা অভিভুত। সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ও সহযোগিতায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি আমরা। বিশ্বমানের এই হসপিটাল হলে গরীব অসহায় রোগীরা বিশ্বমানের সেবা পাবেন সম্পূর্ণ বিনা খরছে। তাই এই স্বপ্ন হবে মূলত গরিব অসহায় রোগীদের সেবা প্রদানের স্বপ্ন। তিনি যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসীকে ওয়ান পাউন্ড হসপিটাল প্রতিষ্ঠায় সার্বিক সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান।
অতিথিবৃন্দ বলেন, ওয়ান পাউন্ড হসপিটালের ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করতে পেরে আমরা অনুপ্রাণিত। এর কার্যক্রম আমরা লন্ডনেও দেখে এসেছি। এর সাথে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানাই। ওয়ান পাউন্ড হসপিটালের অগ্রযাত্রায় তথা মানবতার কল্যাণে সকলের এগিয়ে আসা প্রয়োজন। এতে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে সব সময়।
অনুষ্ঠানে গরীব অসহায় রোগীদের ফ্রি চিকিৎসাসেবা ঔষধ ও ব্যবস্থাপত্র প্রদান করা হয়।